ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
আগরতলা শহরের উন্নয়নের পাশাপাশি রাজ্যের প্রান্তিক এলাকার বিকাশেও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্যরূপে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শুক্রবার আগরতলার এমবিবি কলেজ গেইটে আয়োজিত এক অনুষ্ঠানে আগরতলা স্মার্ট সিটি মিশনের তিনটি প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ।এদিন যে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে তারমধ্যে রয়েছে আগরতলার মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ গেইট পর্যন্ত এমবিবি কলেজ রাস্তার উন্নতিকরণ, মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ গেইট পর্যন্ত ভূগভস্থ বিদ্যুতের ১১ কেভি এলটি লাইন বসানো এবং এমবিবি কলেজ যাওয়ার পথে ৩টি জলাশয়ের উন্নয়ন। এই তিনটি প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৫৫ লক্ষ টাকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, স্মার্ট সিটি মিশনের আওতায় আজ যে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হয়েছে সেইগুলির মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির সফল বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে। আগরতলা শহরের উন্নয়নে বাস্তবায়িত এই তিনটি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্মার্ট সিটি মিশনের অন্তর্গত মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ গেইট পর্যন্ত এমবিবি কলেজ রাস্তার উন্নতিকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাকে মডেল রাস্তারূপে রেখে আগরতলা শহরের অন্যান্য রাস্তাগুলিকে সেভাবে উন্নয়ন করা হবে। মুখ্যমন্ত্রী তার ভাষণে আগরতলা শহরে স্মার্ট সিটির অন্তর্গত রূপায়িত বিভিন্ন প্রকল্পের বর্তমান স্থিতি তুলে ধরেন। তিনি বলেন, মাস্টারপাড়াতে ড্রেইনেজ পাম্প হাউজ এবং জল নিষ্কাশনের জন্য পাইপলাইনের কাজ এবং প্রতাপগড়ে পাম্পহাউজ ও জল নিষ্কাশন ব্যবস্থার কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি জয়নগরে পাম্পহাউজ নির্মাণের কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, রানীর পুকুরের সৌন্দার্যায়নের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজ চলছে। প্রায় ৪০টি স্মার্ট বাস সেন্টার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। শিশু উদ্যানের উন্নয়নের কাজ চলছে। তিনি জানান, এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালের কাজ সম্পূর্ণ হয়েছে। এমবিবি কলেজ লেইকের সংস্কারের কাজও চলছে। তিনি আরও জানান, উড্ডয়ন্ত প্রাসাদ, প্রাসাদ সংলগ্ন এলাকার সংস্কার ও উন্নয়নের কাজ চলছে। প্লাস্টিক বর্জ ব্যবহার করে উইমেন্স কলেজ থেকে বোধজং চৌমুহনী পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজ করা হয়েছে। পাশাপাশি লিচুবাগান থেকে এয়ারপোর্ট পর্যন্ত চারলেইন রাস্তা তৈরি করা সহ বিভিন্ন প্রকল্প স্মার্ট সিটি মিশনে রূপায়িত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *