ডেস্ক রিপোর্টার,২৫ নভেম্বর।।
ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলায় অনুষ্ঠিত হয় ইউনিটি মার্চ। শহরের সার্কিট হাউস থেকে এদিন সকালে এই অনুষ্ঠান শুরু হয়। এই ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত ইউনিটি মার্চকে জাতীয় ঐক্যের সঙ্গে তুলনা করে বলেন, দেশীয় রাজনীতির লৌহ মানব দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি দেশের জন্য প্রচুর কিছু করেছেন। স্বাধীন রাজ্যগুলিকে তিনি যুক্ত করেছেন ভারত ভূখণ্ডের সঙ্গে। যুবাদের জন্যও কাজ করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল।
এই অনুষ্ঠানে সাংবাদিকদের পৃথক এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী কিছুদিনের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে ছাড়া হবে চাকরির অফার। অবশ্যই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার এই বক্তব্যে রাজ্যের বেকারদের মধ্যে বইছে খুশির হাওয়া। তারাও আবার নতুন করে দেখছে স্বপ্ন।

