ডেস্ক রিপোর্টার, ২৬ নভেম্বর।।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে মঙ্গলবার ইন্ডিয়ান আর্মির উদ্যোগে বিজয় দিবস বাইক রেলির আয়োজন করা হয় লিচুবাগান এলবার্ট এক্কার পার্কের সামনে থেকে। এদিন প্রথমে ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ার ডি কে সিং এলবার্ট এক্কার শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন ।তারপর ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর রেলি ফ্ল্যাগঅফ করলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি
অনুরাগ। এদিনের রেলিটি এলবার্ট এক্কা পার্ক থেকে শুরু করে তেলিয়ামুড়া গিয়ে শেষ হয়। এবং পুরো উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে এই বাইক রেলি অনুষ্ঠিত হচ্ছে । এইদিনের এই বাইক রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ও ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ার ডি কে সিং সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা। রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর তাঁর বক্তব্যের মাধ্যমে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন।
প্রসঙ্গত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানকে পরাজিত করে ভারতীয় বীর সেনা জন্ম দিয়েছিল বাংলাদেশের। এই যুদ্ধে ভারতের কাছে গো – হারা হারে পাকিস্তান। ৭১- র ভারত – পাক যুদ্ধে বড় ভূমিকা নিয়েছিলো পাহাড়ি রাজ্য ত্রিপুরা।

