ভারত রত্ন সংঘের সদস্যদের সঙ্গে রাজপথে অমিত ঘোষ।(লাল বৃত্তের মধ্যে)।

ডেস্ক রিপোর্টার, ৮জানুয়ারী।।
     অমিতাভ ঘোষ ওরফে অমিত।তিনি ছিলেন শহরের অপরাধ জগতের “দাদামনি”।শহরে আজও দাদামনির নামে বিরাজ করছে আতঙ্ক।গত কয়েকমাস আগেই তিনি বেড়িয়ে ছিলেন জেল থেকে।এখন কোথায় আছেন অপরাধ জগতের দাদামনি?


শহরের অপরাধ জগতের দাদামনি অমিতাভ ঘোষ ওরফে অমিত ঘোষ এখন আগরতলা ও কলকাতা দুই শহরের বাসিন্দা।আগরতলায় অমিত ঘোষের আতিথেয়তার শেষ নেই। অমিত ঘোষ জেল থেকে বের হতেই তার পুরানো অনুগামীদের একটা অংশ তার সঙ্গে সমান্তরাল ভাবে সম্পর্ক রেখে চলছে।তাতে অবশ্যই আইনের কোনো বাধা নেই।

ভারত রত্ন সংঘের সদস্যদের সঙ্গে মঞ্চে অমিত।(লাল বৃত্তের মধ্যে)

রাজধানীতে অমিত ঘোষের নতুন ঠিকানা ঊষাবাজার।অমিতের আশ্রয় দাতা স্থানীয়
  সমাজদ্রোহী রাজু বর্মন।রাজু বর্মনের আতিথেয়তায় থাকেন অমিত তথা দাদামনি।ঊষাবাজার ভারত রত্ন ক্লাব এখন অমিতের নিরাপদ স্থান। ২৩- র শারদ উৎসবে শহরের অপরাধ জগতের টাইকুন অমিত ঘোষ কাটিয়ে ছিলেন ঊষা বাজারের ভারত রত্ন সংঘে। মূলত অমিত ঘোষ ছিলেন ভারত রত্ন সংঘের মূল আকর্ষণ। অঘোষিত ভাবে প্রধান অতিথি। শারদ উৎসবে মায়ের বিসর্জন পর্বেও ক্লাব সদস্যদের সঙ্গে   ছিলেন  অমিত ঘোষ। তার পাশেই ছিলো ঊষা বাজারের সমাজদ্রোহী রাজু বর্মন, প্রভারক ঘোষ সহ বাদবাকিরা। ভারত রত্ন সংঘের বিজয়ার সম্মেলনেও ক্লাব সদস্যদের সঙ্গে মঞ্চেই ছিলেন দাদামনি অমিত ঘোষ। তবে অনেকেই অমিত ঘোষকে চিনতে পারেন নি। অমিতও গোপন রাখেন নিজের পরিচয়। 


শহরের অপরাধ জগতের তথ্য বলছে, অমিত ঘোষ নিয়মিত কলকাতা – আগরতলা যাতায়াত করেন। কলকাতা থেকে এমবিবি বিমান বন্দরে এসেই অমিত গাড়ি করে সোজা চলে যায় রাজু বর্মনের ঊষাবাজারস্থিত বাড়িতে। সেখান থেকে আস্তানা গাড়ে রাজু  গুর্খাবস্তি – সার্কিট হাউস লাগোয়া নতুন বাড়িতে।

আশ্রয়দাতা রাজুর সঙ্গে দাদামনির ফটো শুট।

রাজুর বাড়িকে সেন্টার পয়েন্ট করেই অমিত ঘোষ নতুন ভাবে তার নানান বাণিজ্যিক কার্য্য কলাপ শুরু করেছেন। এদিকে অপরাধ জগতের বাদশাকে সঙ্গে পেয়ে ঊষা বাজারের সমাজদ্রোহী রাজু বর্মন নিজেও নতুন সমীকরণ সাজাতে শুরু করেছে। তাই এখন রাজুর সংসারেও জ্বলছে আগুন। মিত্র বিমান দাসের সঙ্গে শুরু হয়েছে সংঘাত। জল গড়িয়েছে থানা পুলিশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *