ডেস্ক রিপোর্টার, ১জুন।।
অতি বৃষ্টিতে জলে থৈ থৈ করছে আগরতলা তিলোত্তমার রাজপথ।শহরের বিভিন্ন সড়ক জলে প্লাবিত। বহু জায়গাতে জল গলা সমান। এই পরিস্থিতিতে শহরে প্রাণকেন্দ্রে জ্যাকসন গেট এলাকার মূল সড়কে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা শনিবার রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার জল ভেঙ্গে যাওয়ার সময় জলের তোরে পড়ে যান এই ব্যক্তি। দেখতে দেখতেই তিনি ডুবে যান জলে। উপস্থিত লোকজন চিৎকার চেঁচামেচি করলেও কেউ তাকে বাঁচাতে যায় নি। সবারই তাড়া করছিলো ভয়। শেষে কয়েকজন এগিয়ে এসে এই ব্যক্তিকে জল থেকে টেনে তুলেন পাশের দোকানে বারান্দায়।ততক্ষণে তার শরীরের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ – টিএসআর সহ উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপতালে।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পায় নি পুলিশ।
#Tripura #agt #flood #jm 24
