ডেস্ক রিপোর্টার ,২৬ নভেম্বর।।
দরজায় কড়া নাড়ছে পাহাড়ের এডিসি নির্বাচন। আসন্ন নির্বাচনে ঘুর পথে বাজার ধরতে প্রয়োজন রোমান হরফের ইস্যুকে ফের কবর থেকে তুলে আনা। ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ টিএসএফকে দিয়ে এটাই করাতে চাইছে তিপ্রামথা। রোমান হরফে ককবরক লিপি চালু করার দাবিতে মঙ্গল বার ফের আন্দোলনে বসেছে টিএসএফ। শহরের সার্কিট হাউসে তারা আন্দোলন শুরু করে। টি এস এফ নেতৃত্বের দাবী, রাজ্য সরকার এই বিষয়ে এখনো সহানুভূতিশীল নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের এই বিষয়ে মাইন্ড সেটআপ পিউরিফাই করা দরকার।আন্দোলনরত টিএসএফ নেতারা এই বিষয়ে বারবার আক্রমণ করছে রাজ্য সরকার ও সরকারের অভিভাবক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে।রাজনীতিকরা বলছেন, পুরো ঘটনা স্ক্রিপটেড। পাহাড়ের ভোটের বাজার ধরতেই তিপ্রামথার এই কৌশল।

