ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
শিশু দিবস উপলক্ষে ত্রিপুরা গ্রামীন ব্যাংক বামুটিয়ার হরেন্দ্রনগর টি-এস্টেটে একটি বিশেষ আউটরিচ কর্মসূচির আয়োজন করে। তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত ও সক্ষম করে তোলার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
ব্যাংকের প্রতিনিধিদলটি উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগ ও স্থানীয় শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা—চিফ ম্যানেজার (মার্কেটিং) রাজীব নয়ন, ম্যানেজার (মার্কেটিং) জিত ভট্টাচার্য, এবং বামুটিয়া শাখার শাখা ব্যবস্থাপক তমাল দেবনাথ। তাঁদের সঙ্গে ছিলেন সহকারী ব্যবস্থাপক বিমল দেবনাথ (দুর্গাবাড়ি শাখা), রিকি দত্ত ও নিশিত দেববর্মা (হেড অফিস মার্কেটিং ডিভিশন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রাক্তন বিধায়ক কৃষ্ণধান দাস। তিনি ব্যাংকের সমাজমুখী কর্মকাণ্ডকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক ১০০ জন ছাত্রছাত্রীকে অপরিহার্য শিক্ষাসামগ্রী প্রদান করে। কিটগুলিতে কলম, পেন্সিল, খাতা, ও ড্রইং কিটসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ অন্তর্ভুক্ত ছিল, যা তাদের শিক্ষাগত ও সৃজনশীল বিকাশে সহায়ক হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে একটি শিক্ষামূলক সেশন। ছাত্রছাত্রীরা জানতে পারে যে শিশু দিবসের মূল উদ্দেশ্য হলো শৈশব উদযাপন, শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণকে এগিয়ে নেওয়া এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীকে স্মরণ করা।

উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে চিফ ম্যানেজার রাজীব নয়ন ও ম্যানেজার জিত ভট্টাচার্য বলেন, ত্রিপুরা গ্রামীন ব্যাংক তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
“আমাদের শিশুদের মধ্যে বিনিয়োগ মানে আমাদের জাতির ভবিষ্যতের মধ্যে বিনিয়োগ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা জ্ঞানের আলো জ্বালাতে চাই এবং এই ছোট্ট শিক্ষার্থীদের শিক্ষাযাত্রায় ক্ষুদ্র হলেও একটি সহায়ক ভূমিকা রাখতে চাই। আমরা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নই; আমরা যে সমাজকে সেবা দিই, তার সামগ্রিক উন্নয়নের অংশীদার হতে চাই,” তারা বলেন।আনন্দ ও অনুপ্রেরণার পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, এবং শিশুদের মুখে ছিল কৃতজ্ঞতার হাসি।

