ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
অভিনব সিদ্ধান্ত রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরের। বিভিন্ন সময়ে অভিযান করে আটক করা বাইকের মডিফাইড সাইলেন্সার গুড়িয়ে দিয়েছে ট্রাফিক দপ্তর। এমবিবি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় সাইলেন্সার গুলিকে রেখে ড্রেজার দিয়ে ভেঙে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগ প্রশংসার যোগ্য রাখে।
ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন, বাইকের এই সমস্ত মডিফাইড সাইলেন্সার শব্দ দূষণ ও বায়ু দূষণ করে। আইনত এই সমস্ত সাইলেন্সার ব্যবহার দণ্ডনীয়। আদালতের নির্দেশেই বাইকের ৪১০টি মডিফাইড সাইলেন্সার ড্রজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। যুব সমাজের প্রতি বার্তা দিয়ে এসপি জানিয়েছেন, ট্রাফিক দপ্তর নিয়মিত মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান চালাবে। মডিফাইড সাইলেন্সার ব্যবহারকারীদের আর্থিক জরিমানা সহ তিন মাসের জেল হওয়ার বিধান রয়েছে আইনে।

