ধর্মনগর ডেস্ক, ২রা সেপ্টেম্বর।।
প্রাপ্ত খবরের ভিত্তিতে একটি বাড়িতে মজুত থাকা প্রচুর অবৈধ বার্মিজ সুপারি উদ্ধার করলো অসম- ত্রিপুরা সীমান্তের অসমের কাঁঠালতলী আউট পোষ্টের পুলিশ। সুপারি মজুতকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের সনাক্ত করতে সক্ষম হয়েছে প্রতিবেশী রাজ্যের পুলিশ।শুরু করেছে তদন্ত।উদ্ধার অবৈধ বার্মিজ সুপারিগুলি মোট পনেরোটি বস্তায় ছিলো। উদ্ধারকৃত সুপারির পরিমাণ পনেরোশো ত্রিশ কেজি। যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা। জানিয়েছে অসম পুলিশের অভিযানকারী দলের পুলিশ আধিকারিক।
অসম পুলিশের দাবি, বার্মিজ সুপারি পাচার কাণ্ডে উত্তর ত্রিপুরার মিজোরাম সংলগ্ন দামছড়ার দশরথ সেতুকে করিডোর করে কুমারঘাট ও দামছড়া এলাকার একাংশ সুপারি মাফিয়া বার্মিজ সুপারি রাজ্যে নিয়ে আসছে।তাদের সঙ্গে রাজ্যের সংশ্লিষ্ট অঞ্চলের একাংশ পুলিশকর্মীও জড়িত। পুলিশের আস্কারাতেই বার্মা থেকে মিজোরাম, ত্রিপুরা হয়ে অসমে প্রবেশ করছে বার্মিজ সুপারি। এমনটাই বক্তব্য অসম পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *