ডেস্ক রিপোর্টার:১৬সেপ্টেম্বর।।
তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।মুখ্যমন্ত্রী আই-প্যাকের কাজকর্ম তীব্র ভাষায় সমালোচনা করেন।তিনি রাজ্যের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন,”আই-প্যাকের পাতা ফাঁদে আপনারা পা দেবেন না।আই-প্যাক নানান প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করছে।”
মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মানুষের মোবাইলে ফোন করছে আই-প্যাকের সদস্যরা। মানুষকে নানান ভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে বুঝানোর চেষ্টা করছে। রাজ্যের মানুষকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর বক্তব্য,” আপনাদের কিছু জানার থাকলে ঘরের ছেলের(বিপ্লব দেব) কাছে জানবেন।তাদের প্রশ্নের উত্তর দিতে হবে না। এই বিষয়টি স্পষ্ট করে দেবেন আই-প্যাকের সদস্যদের।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আম জনতাকে উদ্দেশ্য করে বলেন,” আই-প্যাককে আপনারা বলে দেবেন,আগে পশ্চিম বাংলার সন্ত্রাস নিয়ন্ত্রণ করুন।তারপর আসবেন ত্রিপুরায়।” মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার কমলা সাগরে জনসভায় ভাষণ দিতে গিয়ে এই ভাষায় আক্রমণ করেন আই-প্যাক টিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *