ডেস্ক রিপোর্টার,৩ডিসেম্বর।।
             দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে কোন রাজনৈতিক দলের লাভ হয়েছে? বা ক্ষতি হয়েছে কাদের।নির্বাচনী ফলাফলের গতি প্রক্রিয়া দেখেই বিশ্লেষণে ব্যস্ত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজস্থান
__________
          রাজস্থানে ক্ষমতার মসননে ছিল কংগ্রেস। কিন্তু ২৩- র নির্বাচনে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারে নি। বুথ ফেরত সমীক্ষায় এমনটাই ইঙ্গিত করা হয়েছিল।ফলাফল ঘোষণার পর এই চিত্র পরিষ্কার।রাজস্থানে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস।প্রত্যাশিত ভাবেই পুনরায় ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি।অর্থাৎ রাজস্থানে প্লাস করেছে বিজেপি। কংগ্রেসের মাইনাস।

মধ্যপ্রদেশ:
____________
             ২৩- র  মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপির জন্য ছিলো কঠিন লড়াই।ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা ছিল ৫০- ৫০ অবস্থানে। কিন্তু মধ্যপ্রদেশে কোনো অঘটন হতে দেয় নি ভারতীয় জনতা পার্টি।পুনরায় দখল করে ক্ষমতা। অধরা থেকে যায় কংগ্রেসের স্বপ্ন। মধ্যপ্রদেশেও বিজেপির প্লাস।মাইনাসে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *