বাগবাসা ডেস্ক,৬এপ্রিল।।
“সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে, একত্রিত ভাবে নিবিড় জন সংযোগ স্থাপনের মাধ্যমে নাগরিক অধিকার ও অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুফল সুনিশ্চিতিকরণই আমাদের অন্যতম সংকল্প।” —বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার উত্তর জেলার বাগবাসা মন্ডলের উদ্যোগে প্রত্যেকরায়-এ লাভার্থী সম্মেলনে একথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনের একদলীয় ব্যবস্থার পরিত্রান স্বরূপ দীর্ঘ অবহেলিত ত্রিপুরার ভাগ্যের দুয়ার, উত্তর ত্রিপুরায় বর্তমানে বহুমুখী উন্নয়ন কর্মযজ্ঞ রূপায়িত হচ্ছে l
নাগরিক প্রত্যাশার পথে চলমান জনতার সরকার দ্বারা সামাজিক ভাতার বর্ধিত অর্থরাশি, সমস্ত জাতি গোষ্ঠীর আর্থ সামাজিক ও সম্মান সুনিশ্চিতিকরণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিশ্রুত পানীয় জল, আবাস, বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণের ফলে এক নয়া দিশায় ত্রিপুরা ক্রম অগ্রসর হচ্ছে। লাভর্থী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন লাভার্থী সম্মেলনে ১৫২ পরিবারের ৫১২ জন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের জনমুখী কর্মযজ্ঞের প্রতি আস্থা প্রদর্শন করেই নতুন ভোটাররা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *