ডেস্ক রিপোর্টার,৬এপ্রিল।।
মহিলাদের স্বশক্তিকরণে আরো এক ধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। সর্ব ক্ষেত্রে রাজ্যের মহিলাদের ৩৩শতাংশ সংরক্ষণের ঘোষণা দিয়েছিলো বিজেপি সরকার। এবার জমি ক্রয়ের ক্ষেত্রেও ছাড় পাবে রাজ্যের মহিলারা।মহিলাদের নামে জমি রেজিষ্ট্রেশন করলে দুই শতাংশ রাজস্ব কম লাগবে।বুধবার এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিজেপি’র ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সূর্যমনিনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সঠিক ব্যবস্থাপনায় মহিলা ক্ষমতায়নে প্রাধান্য, পরিকাঠামো উন্নয়ন, পরিষেবা প্রদানসহ প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি এসেছেl জন কল্যাণে গৃহীত গুচ্ছ পরিকল্পনা সম্পর্কে জন সচেতনতা ও এর সুফল অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে, নিয়মিত আরও নিবিড় জনসংযোগ আবশ্যক।

এদিন সূর্যমনিনগর মন্ডল আয়োজিত ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদেরকে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া নানান সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

সূর্যমনি নগরে এদিন প্রচুর সংখ্যক মানুষের সমাগম হয় মুখ্যমন্ত্রীর জনসভায়। সভাস্থলে পৌঁছতে মুখ্যমন্ত্রীর কিছুটা দেরি হলেও মানুষ ধর্য্য সহকারে অপেক্ষা করছিলো।শেষ পর্যন্ত তারা শুনেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং করতালি দিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য গুলিকে স্বাগত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *