ডেস্ক রিপোর্টার,১৯মার্চ।।
পাহাড়ে প্রদ্যুত কিশোর দেববর্মনের তিপ্রামথার গতি রুখতে বিজেপি’র তুরুপের তাস ত্রিপুরা পিপলস ফ্রন্টের(টিপিএফ) নেত্রী পাতাল কন্যা। আগামী ২৪ঘন্টার মধ্যেই পাতাল কন্যা তাঁর দলবল নিয়ে সামিল হবেন বিজেপিতে।অর্থাৎ পাহাড় রাজনীতি থেকে বিলুপ্তি ঘটবে আরো এক জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল টিপিএফের। গেরুয়া শিবির সূত্রের খবর, পাতাল কন্যা জমতিয়া আনুষ্ঠানিক ভাবেই বিজেপিতে যোগ দিতে চলছেন। বিজেপিতে পাতাল যোগ দেওয়ার পর,হয়তো বা তাকে জনজাতি মোর্চার মাথায় বসানো হতে পারে।তাছাড়া পাহাড়ে প্রদ্যুত কিশোরের তিপ্রামথা সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের জন্য পাতালই হবে গেরুয়া শিবিরের মূল হাতিয়ার।
পাতাল কন্যা জমতিয়া বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতেই তপ্ত হয়ে উঠে পাহাড়। শুরু হয় সন্ত্রাস।পাতাল কন্যার টিপিএফ দলের সহ-সভাপতি অমিতাভ দেববর্মার বাড়িতে হামলা করে দুস্কৃতিরা। আগুয়ান দুর্বৃত্তরা অমিতাভ’র বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।তার বাড়িতে থাকা কয়েকটি বাইক ভেঙে দেয়। অমিতাভ সিধাইয়ের বীরমোহন এডিসি ভিলেজের নবীন চৌধুরী পাড়ার বাসিন্দা।শনিবার সন্ধ্যায় তার বাড়িতে আচমকা দুস্কৃতিরা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়ানো হয় অমিতাভ দেববর্মার বাড়ির নিরাপত্তা। টিপিএফের অভিযোগ, এই হামলার ঘটনার পেছনে তিপ্রামথার হাত।দুস্কৃতিরা মথার সদস্য। পাতাল কন্যা বিজেপিতে যোগ দেবেন বলেই তাঁর দলের নেতাদের বাড়িতে হামলা শুরু করেছে তিপ্রামথা। তবে পাহাড় রাজনীতির এই নয়া সমীকরণ আগামী দিনে কি বার্তা বয়ে আনবে তাই এখন দেখার বিষয়। খবর অনুযায়ী, রবিবারেই পাতাল কন্যা যোগ দেবেন বিজেপিতে। শহরের রবীন্দ্র ভবন চত্বরে হবে পাতাল কন্যার যোগদান সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *