ডেস্ক রিপোর্টার,১লা জানুয়ারি।।
নতুন বছরের প্রথম সকালে রাজ্য জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। শনিবার সকালে আগরতলার বনমালীপুরস্থিত ক্যাম্প অফিসে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন প্রদেশ কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক।সঙ্গে ছিলেন তৃণমূল নেতা প্রকাশ দাস সহ দলের অন্যান্য নেতা-কর্মী সমর্থকরা। এদিন গরীবদের মধ্যে বিতরণ করা হয় কম্বল। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাধানগর একটি হোটেলে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।
প্রতিষ্ঠা দিবসের সকালেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। দুইজনের বার্তায় উঠে এসেছে বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের কথা।আজও তৃণমূল কংগ্রেস লড়াই করেই ভারতীয় রাজনীতির পরিমণ্ডলে আবারও বুনছে নতুন স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *