ডেস্ক রিপোর্টার.৯সেপ্টেম্বর।।
শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল সিপিআইএম যখন রণক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে অস্ত্র শান দিচ্ছে,তখন নীরবে কাজ করে চলছে তৃণমূল কংগ্রেস। নেত্রী সুস্মিতা দেবকে সামনে রেখে গুঁটি সাজাচ্ছে ঘাসফুল শিবির। প্রায় প্রতিদিন বিজেপি,সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে ভোটাররা। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে ফের ১৫৮জন ভোটার যোগ দিয়েছে।তারা বিভিন্ন রাজনৈতিক থেকে তৃণমূলে নাম লিখিয়েছে। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, বাংলার পুর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ঋতব্রত ব্যানার্জী নবাগতদের দলে স্বাগত জানিয়ে তাদের হাতে মা-মাটি-মানুষের পতাকা তুলে দেন।
বুধবার যখন রাজ্যের বর্তমান ও পুরাতন রাজধানী হিংসার আগুনে জলছিলো, তখন বড় মাস্টারস্ট্রোক দেয় তৃণমূল কংগ্রেস।তেলিয়ামুড়াতে শাসক ও প্রধান বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরাতে সক্ষম হয় তৃণমূল।এদিন সুস্মিতা দেবের উপস্থিতিতে ২১২ পরিবারের ৯৫৭জন ভোটার যোগ দেয় তৃণমূলে।তাদের অধিকাংশ বিজেপি ও সিপিআইএম দল ত্যাগ করে তৃণমূল শিবিরে শামিল হয়েছে।কংগ্রেসেরও কিছু সংখ্যক ভোটার এদিন যোগ দিয়েছে তৃণমূলে। ধারাবাহিক ভাবে তৃণমূল কংগ্রেসে ভোটারদের যোগদান নিঃসন্দেহে বিজেপি ও সিপিআইএম’র কপালে যে ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *