ডেস্ক রিপোর্টার, ১ফেব্রুয়ারি।।
         আগামী ১৫ ফেব্রুয়ারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন।নির্বাচন কেন্দ্র করে জমজমাট রাজনীতি শুরু হয়েছে রাজ্যের ধনী ক্রীড়া সংস্থায়। নির্বাচনী আবহে শুরু হয়েছে ক্লাব প্রতিনিধিত্বের মনোনয়ন পত্র জমা পর্ব। বৃহস্পতিবার  ইউনাইটেড ফ্রেন্ডসের পক্ষ থেকে টিসিএতে মনোনয়ন জমা করেছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। এর আগে টিসিএতে ইউনাইটেড ফ্রেন্ডসের প্রতিনিধি ছিলেন রাজ্যের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তিমির চন্দ।এবার তিমিরের পরিবর্তে এসেছেন অমিত।


ক্লাব প্রতিনিধি হিসাবে টিসিএতে মনোনয়ন জমা করে অমিত রক্ষিত বলেন, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার জামানায় ক্রীড়া ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা সংঘটিত করে কেউ ছাড় পাবে না। তবে অনেক প্রতিনিধিকে টিসিএতে আসতে বাধা দেওয়ার খবর শুনেছেন তিনি।


প্রসঙ্গ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ নির্বাচনে অমিত রক্ষিত সভাপতির দাবিবাদ ছিলেন।যদিও পরবর্তী সময়ে তিনি স্বেচ্ছায় সরে গিয়েছিলেন। তার পরিবর্তে টিসিএর সভাপতি হয়েছিলেন তপন লোধ। ক্রীড়া মহলের ধারণা এবারের নির্বাচনেও অমিত রক্ষিত টিসিএ সভাপতি হিসাবে সামনে আসতে পারেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *