ডেস্ক রিপোর্টার, ২৫মার্চ।।
   কোথায় নিরাপত্তা?মোবাইলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে থাকা ব্যক্তিকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। ঘটনা কৈলাসহরে। দুষ্কৃতীরা হুমকি দিয়েছে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকারকে। এই ঘটনার পর শ্যামল নিরাপত্তা চেয়ে কৈলাসহর থানায় দ্বারস্থ হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেন। তার মোবাইলে আসা দুইটি ফোন নম্বর দেওয়া হয় পুলিশের কাছ। কৈলাসহর থানা একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই।


শ্যামল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পর পর দুটি মোবাইল নম্বর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার ঘরে লাগিয়ে দেওয়া হবে আগুনও। তবে হুমকি প্রদর্শনকারীদের সম্পর্কে হিন্দু সংগঠনের এই নেতা কিছুই নাকি জানেন না।
শেষ পর্যন্ত শ্যামল বাধ্য হয়েই নিজের নিরাপত্তা চেয়ে কৈলাসহর থানায় দ্বারস্থ হয়েছেন। পুলিশ তদন্ত করে কি মূল কুশিলবদের প্রকাশ্যে আনতে পারবে।এবং হুমকি দেওয়ার অন্তরালে থাকা রহস্য কি উন্মোচন করতে পারবে? এই লক্ষ টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কৈলাসহরের জনমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *