ডেস্ক রিপোর্টার, ৯ মে।।
             পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে ভারত করা প্রত্যাঘাত শুরু করেছে।  ভারতীয় জল, স্থল ও বায়ু সেনা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের উপর। বৃহস্পতিবার রাতে ভারত এক সঙ্গে পাকিস্তানের ষোলটি শহরে আমলা শুরু করেছে। ভারতের মিসাইল হামলায় ভূকম্পন শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ভারতীয় সেনার একের পর এক মিসাইল বিস্ফোরণে ইসলামাবাদ করাচি লাহোর  শেয়ালকোর্ট জ্বলছে আগুন। গোটা পাকিস্তান এখন দিশেহারা। ভারতের মিসাইল আক্রমনের হাত থেকে বাঁচতে পাকিস্তানের সাধারণ মানুষ দৌড়ঝাঁপ শুরু করেছে। প্রাণ রক্ষা করতে পিছু হটতে শুরু করেছে পাক সেনা। ভারত পাকিস্তানের পাঁচটি শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে।
          পাকিস্তানের বহু জায়গায় থাকা সেনা সেনা ক্যাম্প ধ্বংস করে দিয়েছে ভারত। বালুচিস্তানকে নিয়ে
গোদের উপর বিষফোঁড়ার মত অবস্থা পাকিস্তান। ভারতের আক্রমনে ইসলামাবাদের ত্রাহি ত্রাহি ডাকের সুযোগ বালুচিস্তান স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছে। বালুচিস্তানের বহু জায়গায় বালুচ আর্মিরা পাকিস্তানের পতাকা ফেলে দিয়ে বালুচিস্থানের পতাকা লাগিয়ে দিয়েছে। বালুচ আর্মি সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছে। আমজনতা সঙ্ঘবদ্ধ ভাবে পাক সেনাবাহিনীর ক্যাম্প ও গাড়িতে হামলা শুরু করেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনী হাত থেকে বেরিয়ে গিয়েছে বালুচিস্থানও।


ভারতের হামলার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। মুখে ধ্বংসের মুখে থাকা পাকিস্তান এই মুহূর্তে নিয়েছে বড় সিদ্ধান্ত দেশের সেনা প্রধানকে আসিফ মুনিরকে সরিয়ে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে।এবং তাকে নেওয়া হয়েছে হেফাজতে। নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিতে চলছেন সামসাদ মির্জা। 

           পাকিস্তানের সঙ্গে জল যুদ্ধে সাগর-মহাসাগর কাঁপিয়ে দিচ্ছে ভারতের আইএনএস বিক্রান্ত। বিকাল সরাসরি করাচি বন্দরে হামলা চালিয়েছে। করাচি বন্দরের বহু জায়গাতে জ্বলছে শুধু আগুন ছড়িয়ে ছিটিয়ে আছে পাক সেনার লাশ। পাকিস্তানের চারটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করে দিয়েছে। সব মিলিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে এটা ১৯৭১ বা ১৯৯৯ নয়। এটা সম্পূর্ণ নতুন ভারত। শত্রুকে শত্রুর মতোই যে বদলা নিতে হয়, তা বুঝিয়ে ভারতীয় সেনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *