ডেস্ক রিপোর্টার,১৭জুন।।
টানা বর্ষণে জলমগ্ন আগরতলা। শুক্রবারের এক নাগারের রেকর্ড বৃষ্টিতে রাজধানীর বহু জায়গা তলিয়ে যায় জলে। জলবন্দি হয়ে পড়ে পথচলতি মানুষ। এই পরিস্থিতিতে ইন্দ্রনগরস্থিত ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থেকে আগরতলা শহরের বন্যার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট দেন। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, “আগামী ২১জুন অবদি রাজধানী সহ সারা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারী করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।

এই পরিস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তাদের সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।”
মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে এই সময় অত্যাধিক সতর্ক হয়ে চলার অনুরোধ করেন এবং যে কোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সহযোগীতা নেবার অনুরোধ করেন।টানা বৃষ্টির সময় মুখ্যমন্ত্রী ঘরে না বসে তিনি চলে গিয়েছিলেন ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে।সেখান থেকে তিনি বন্যা পরিস্থিতির নজর রাখেন এবং রাজ্যবাসীকে পাশে থাকার বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *