ডেস্ক রিপোর্টার,১আগস্ট:
কৃষক পরিবারের সন্তানরা শুধু অন্নের যোগান দেয় না বরং আমাদের নিরাপত্তাও সুনিশ্চিত করে। বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাথালিয়াঘাট ১১নম্বর টিএসআর ব্যাটেলিয়ানের সৈনিক সম্মেলনে গিয়ে তিনি একথা বলেন। তিনি সেখানে গিয়ে জানতে পারেন অধিকাংশ টিএসআর জওয়ানরাই কৃষক পরিবারের। টিএসআর এমন একটি বাহিনী যার সঙ্গে ত্রিপুরার নাম যুক্ত আছে। এই বাহিনীর কাজে যেমন সম্মান আছে তেমন বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতারও সম্মুখীন হতে হয়। মুখ্যমন্ত্রী বাহিনীর সদস্যদের ব্যাটেলিয়ান ও পারিপার্শ্বিক বিভিন্ন ইতিবাচক দিক সামাজিক মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান । মুখ্যমন্ত্রী আধিকারিকদের এবং জওয়ানদের প্রতি আহবান করেন যেকোনো ভালো কাজের যোগ্য সম্মান প্রদান করার জন্য। প্রয়োজনে গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে এসে বাহিনীর জওয়ানদের মনোবল বৃদ্ধি করতে হবে আধিকারিকদের। তিনি বলেন, একটা সময় সন্ত্রাস-কবলিত ত্রিপুরায় শান্তি স্থাপনে টিএসআর এর বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের উচিত যাঁরা আত্ম বলিদান করেছে তাদের সর্বদা স্মরণ করা এবং রাজ্যের ইতিহাস পরম্পরা ও সংস্কৃতিকে সম্মান জানানো। মুখ্যমন্ত্রী বলেন, বাহিনীর কোনো কনস্টেবল হলে নিজেকে ছোট ভাববেন না কারণ ব্যক্তি নয়, কাজ বড়। সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্মার্ট টিএসআর তৈরি করার কাজ করছে। টিএসআরের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ-এর লক্ষ্যে সিবিএসই স্কুল সহ বিভিন্ন বিষয় সরকারের বিবেচনাধীন রয়েছে। এই করোনা পরিস্থিতিতে লকডাউন, কারফিউ সামলাতে এবং বিভিন্ন জনপদে খাদ্য পৌঁছে দিতে টিএসআর এর বিশেষ ভূমিকা রয়েছে। এই বাহিনীর মধ্যে সাহসিকতা মানসিকতা ও দক্ষতা রয়েছে। তিনি কর্তব্য পালনের সময় আপনারা বৃদ্ধ, শিশু ও মহিলাদের প্রতি বিশেষভাবে যত্নবান হতে আহ্বান জানান।
রবিবার পাথালিয়াঘাটে ১১ নং টিএসআর ব্যাটেলিয়ানের ক্যাম্পে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। একটি রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন । পাশাপাশি ক্যাম্প পরিসরে বৃক্ষরোপণ বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *