আগরতলা,১৭জুন।।
বিজেপি সরকারের অনুন্নয়নে ডুবেছে ত্রিপুরা, কিন্তু ত্রিপুরায় পরিবর্তন আনতে রাজধানীর বুকে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কর্মীরা বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে নেমে সেটা প্রমাণ করে দিল। দাবি তৃণমূল নেতৃত্বের। ২০১৮ সালের আগে বিজেপি ত্রিপুরাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল, ১ বছরের মধ্যে আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করবে কিন্তু তা কোনওভাবেই বাস্তবায়িত হয়নি। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির পরেই তা প্রমাণিত। বলছেন প্রদেশ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস কর্মীরা জলমগ্ন রাজধানীতে দাঁড়িয়ে স্বৈরাচারী বিজেপি সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের বক্তব্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন, এক বছরের মধ্যে আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করা হবে এবং বন্যা পরিস্থিতির সমাধান সূত্র বের করা হবে। কিন্তু সাড়ে চার বছর অতিক্রম করে যাওয়ার পরে এই সমস্যার কোনও প্রতিকার হয়নি। যাঁরা ছোট ব্যবসায়ী,তাঁরা বিপ্লব দেবকে বিশ্বাস করেছিলেন। কিন্তু তাঁদের বিশ্বাস এবং ভরসা সব ভেঙে চৌচির করে দিয়েছে এই বিজেপি সরকার। জলের সমস্যার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে।

আগরতলা শহরে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন জায়গা জলের তলায় চলে গিয়েছে। সাধারণ মানুষের ঘরে ঘরে জল ঢুকে গিয়েছে এবং রাস্তার যানবাহন চলাচল স্তবত হয়ে গিয়েছে। মানুষের এই দুর্ভোগের শিকার আর কতদিন হতে হবে? প্রশ্ন তুলেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *