উদয়পুর ডেস্ক, ২২সেপ্টেম্বর।।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বুধবার উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে উদ্বোধন হলো অত্যাধুনিক সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচন করে অত্যাধুনিক এই সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ডাঃ মানিক সাহা, অভিষেক দেবরায়, রতন ঘোষ, গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, গোমতী জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার প্রমুখ। এরপর এই মাঠে অনুষ্ঠিত হয় গোমতী জেলা এবং দক্ষিণ জেলার মধ্যে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবলে কিক দিয়ে ম্যাচের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের এই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে গোমতী জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *