সাব্রুম ডেস্ক,২২মে।।
সরকারী কাজ করতে গিয়ে দুস্কৃতিদের আক্রমণে মৃত্যু হয়েছিলো সাব্রুমের তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তী।ঘটনা ২০১৮ সালে, বিজেপি-আইপিএফটি জোট সরকারে প্রারম্ভিক লগ্নে। শিল্পী সুকান্ত চক্রবর্তীর মৃত্যুর পর রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল তাঁর স্ত্রীকে চাকরি দেওয়া হবে।কিন্তু আজ পর্যন্ত প্রয়াত শিল্পীর স্ত্রীকে চাকরি দেয় নি রাজ্য সরকার। শনিবার সাব্রুম সফরে গিয়ে প্রয়াত শিল্পী সুকান্ত চক্রবর্তীর স্ত্রী’র চাকরি নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন।
সাব্রুমে দাঁড়িয়ে সুদীপ বলেন,” প্রয়াত শিল্পী সুকান্ত চক্রবর্তীর পরিবারের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকারের দন্ডমুণ্ডে’র কর্তারা। সুকান্তের মৃত্যুর পর দিন সরকারের প্রতিনিধি হয়ে তাঁর বাড়িতে এসেছিলেন স্থানীয় বিধায়ক শঙ্কর রায়।তিনি বলেছিলেন, রাজ্য সরকার প্রয়াত শিল্পীর স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে।

শিল্পী সুকান্ত চক্রবর্তী খুনের খন্ড চিত্র।

সুদীপের ভাষায়, চূড়ান্ত দুর্ভাগ্যের বিষয়। প্রয়াত শিল্পীর অসহায় পরিবারের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য সরকার। জোট সরকারের চার বছর অতিক্রান্ত হলেও প্রয়াত শিল্পী সুকান্ত চক্রবর্তী’র স্ত্রী’র কপালে সরকারি চাকরি জুটেনি। বিজেপি সরকারকে মিথ্যাবাদী সরকার বলে আখ্যায়িত করেন সুদীপ।তিনি বলেছেন, সরকারের কথায়ই সার।কাজের কাজ কিছুই করেনি।
সুদীপ রায় বর্মনের এই প্রশ্ন তুলার পর রাজ্য সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলতে শুরু করেছে আমজনতা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজধানীর মিলনচক্র এলাকায় খুন হয়েছিলো দলীয় কর্মী বিশ্বজিৎ বণিক। দুস্কৃতিরা তাকে গুলি করে খুন করেছিলো। মূলত বাধারঘাট এফসিআই’র নিগোসিয়েশনের ভাগ-বাটোয়ারা নিয়ে স্থানীয় দুস্কৃতি প্রাণজিত খুন করেছিলো বিশ্বজিৎকে। ঘটনার পর রাজ্য সরকার বিশ্বজিৎ’র স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছিলো।এবং পরবর্তী সময় রাজ্য সচিবালয়ে খুন হওয়া বিশ্বজিৎ’র স্ত্রীকে চাকরি দেয় রাজ্য সরকার। নিগোসিয়েশন কাণ্ডে জড়িত থাকা দলীয় কর্মীর স্ত্রীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার কিন্তু সরকারের কাজ করতে গিয়ে খুন হওয়া শিল্পীর স্ত্রীকে কেন চাকরি দিলো না জোট সরকারের দন্ডমুণ্ডের কর্তারা। তবে যে কোন ভাবে মৃত্যুই দুঃখজনক।

গুলিবিদ্ধ বিশ্বজিৎ বনিকের নিথর দেহ।

বিশ্বজিৎ বনিকের স্ত্রীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার, তাতে অবশ্যই কারোর কোনো আপত্তি নেই।কিন্তু শিল্পী সুকান্ত চক্রবর্তীর স্ত্রী’র সঙ্গে কেন প্রতারণা করা হলো?প্রশ্ন উঠছে সর্বত্র। সরকারের এক চোখে ঘি,এক চোখে তেল। এই নীতি মানতে পারছে না কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *