আগরতলা, ২৬সেপ্টেম্বর।।
        রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে একটি মেডিক্যাল হাব তৈরী করতে চাইছে । খুব শীঘ্রই রাজ্যে একটি ডেন্টাল কলেজও শুরু হতে যাচ্ছে । এই লক্ষ্যে শনিবার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল রাজ্য সফর করেছেন । বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। রবিবার সন্ধ্যায় আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেএলএস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা এ কথা বলেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , এজিএমসি হচ্ছে এ রাজ্যের প্রধান চিকিৎসা পরিষেবা কেন্দ্র । আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে কোন অংশেই খাটো করে দেখার অবকাশ নেই । রাজ্য সরকার এই কলেজের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে । এই কলেজ হাসপাতালে অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে । কিন্তু তা মানুষের কাছে যথাযথভাবে প্রচার হচ্ছে না।
        মুখ্যমন্ত্রী ডা . সাহা বলেন , আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে আর্ট অফ এক্সিলেন্স হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য ছাত্রছাত্রী , শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিতে হবে । ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন , শুধু বই পোকা হলে চলবে না । অলরাউন্ডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে । তিনি বলেন , চিকিৎসকদের সমাজে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় । তারাই মানুষের জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দিয়ে থাকেন । মুখ্যমন্ত্রী বলেন , আমাদের রাজ্যেই এখন উন্নতমানের চিকিৎসা হচ্ছে। আমরা এখন সুপার স্পেশালিটির দিকে এগিয়ে যাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা সম্প্রসারিত হয়েছে । মুখ্যমন্ত্রী ডা . সাহা আগামী প্রজন্মের চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান । মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ননমেডিক্যাল স্টাফদের দায়িত্বের কথাও উল্লেখ করেন । মুখ্যমন্ত্রী এজিএমসি’র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন ও সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব ড . দেবাশিষ বসু , মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা . চিন্ময় বিশ্বাস , জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা সঞ্জীব দেববর্মা , আগরতলা সরাকরি মেডিক্যাল কলেজের অধ্যক্ষা ডা . মঞ্জুশ্রী রায় । স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান ডা . তপন মজুমদার । প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কৃতি মেডিক্যাল পড়ুয়াদের মেরিট এওয়ার্ড প্রদান করা হয় । এজিএমসি’র ছাত্রছাত্রীরা সাংস্করতিক অনুষ্ঠান পরিবেশন করেন । উল্লেখ্য , ২০০৫ সালের ১ লা আগস্ট আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *