ডেস্ক রিপোর্টার:
রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা। সোমবার রাজ্যে এসে তিনি বৈঠক করেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সঙ্গে।রাজ্য অতিথি শালায় বসে তিনি করেন পর্যালোচনার বৈঠক।রাজ্যের উপজাতিদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের এডিসি এলাকা গুলিতে ১৬টি একালব্য স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই সংক্রান্ত বিষয়েও খোঁজ খবর করেন তিনি।
রাজনীতিকরা বলছেন,কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার রাজ্য সফর রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।২০২৩-এ রাজ্যে বিধানসভা নির্বাচন।এই নির্বাচনেও উপজাতি ভোট ব্যাংক অটুট রাখতে সমস্ত ধরণের চেষ্টা করবে বিজেপি। স্বাভাবিক ভাবেই রাজ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে দলের অবস্থান কোন জায়গাতে তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সফর।সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি। এগারোটি আসনের মধ্যে নয়টি আসনে জয় পেয়েছে। ২৩-র জন্য বৃহত্তর পরিসরে ভাবতে হবে বিজেপিকে।কারণ এডিসিতে এখন ক্ষমতায় রয়েছে তিপ্রামথা। পাহাড় ভোটে বাজিমাত করেছে প্রদ্যুতের তিপ্রা।আগামী দিনে পাহাড়ের লড়াই যে বিজেপির জন্য সহজ হবে না,তা বলাই বাহুল্য।
রাজ্য সফরে আসা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বুঝতে চেয়েছেন পাহাড়ি জনপদে দলের শক্তির
শেকড় কত দূর পর্যন্ত প্রতিত হয়েছে।এদিন আগরতলা সরকারি অতিথিশালায় পর্যালোচনার বৈঠক শেষে অর্জুন মুন্ডা চলে যান উদয়পুর মাতাবাড়িতে।সেখানে গিয়ে মা ত্রিপুরা সুন্দরীকে পূজা দেন।এবং চলে আসেন আগরতলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *