ডেস্ক রিপোর্টার,৩০মার্চ।।
“ব্রিজ ইন্ডিয়া” কনফারেন্স আমন্ত্রণ পেলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন। এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে লন্ডনে। আগামী ১৮এপ্রিল থেকে ২০এপ্রিল পর্যন্ত চলবে কনফারেন্স। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রদ্যুত কিশোর। ভারতবর্ষে ইতিহাসে প্রদ্যুত কিশোরই প্রথম ব্যক্তি, যিনি “ব্রিজ ইন্ডিয়া” সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন। তিপ্রামথার প্রধান প্রদ্যুত কিশোর নিজেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।
মথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন,”তিনি ব্রিটিশ পার্লামেন্টে আমন্ত্রিত হয়েছেন।তিনি সেখানে গিয়ে নানান বিষয়ে কথা বলবেন ব্রিটিশ সাংসদদের সঙ্গে।”
প্রদ্যুত কিশোরের এই সন্মান নিঃসন্দেহে দেশ ও রাজ্যের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যের জাতি-অনুপজাতি প্রত্যেকেই প্রদ্যুত কিশোরের এই প্রাপ্ত সম্মানের প্রশংসা করেছেন। মথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর “ব্রিজ ইন্ডিয়া” সম্মেলনে গিয়ে কি বলেন তারদিকেও তাকিয়ে আছে রাজ্যের মানুষ।কারণ এই মুহূর্তে প্রদ্যুত কিশোর রাজ্য রাজনীতির বড় হস্তি হয়ে উঠেছেন।২৩-র বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে প্রদ্যুত কিশোরের তিপ্রামথা।। শেষ বছরের এডিসি নির্বাচনে প্রদ্যুত কিশোরের তিপ্রামথা দখল করেছে পাহাড়। বর্তমানেও পাহাড়ে প্রদ্যুত কিশোরের তিপ্রামথার ফ্লেভারে অবিষ্ঠ হয়ে উঠেছে জনজাতিরা।এই পরিস্থিতিতে লন্ডনে ” ব্রিজ ইন্ডিয়া” সম্মেলনে প্রদ্যুত কিশোরের ডাক পাওয়া সত্যি রাজ্য রাজনীতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিকরা। তিপ্রামথার কর্মীদের দাবি, রাজ্য সহ দেশ-বিদেশে তাদের নেতার কদর বাড়ছে। “ব্রিজ ইন্ডিয়া” কনফারেন্সে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি এটাই প্রমান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *