ডেস্ক রিপোর্টার,২৯মার্চ।।
রাজ্য সফরে এসেছেন প্রদেশ বিজেপি’র প্রভারী বিনোদ সোনকর। মঙ্গলবার তিনি এসেছেন রাজ্যে। বিনোদ সোনকরের রাজ্য সফরে আসন্ন রাজ্যসভা ও চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।এদিন রাজ্য বিজেপি’র সদর দপ্তরে বিশেষ সাংগঠনিক বৈঠক করেন প্রভারী বিনোদ শোনকর। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি’র সভাপতি ডা:মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্য বিজেপি’র তিন সহ সভাপতি অমিত রক্ষিত, রাজীব ভট্টাচার্য, যাদব নাথ ও সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। রাজ্য মন্ত্রিসভার চার সদস্য রাতনলাল নাথ, প্রনজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব ও সান্তনা চাকমা।
প্রদেশ বিজেপি’র খবর অনুযায়ী, বিনোদ সোনকরের রাজ্য সফরে আলোচনার মূল উপপাদ্য ছিলো আগামী ৩১মার্চ রাজ্য সভার নির্বাচনের প্রস্তুতি এবং চারটি বিধানসভা কেন্দ্রের উপভোটের জন্য প্রার্থীর তালিকাও চূড়ান্ত তালিকা করা। তবে কারা প্রার্থী হচ্ছেন? তা অবশ্যই নিশ্চিত করে বলতে চাননি বিজেপি’র নেতৃত্ব। রাজ্যসভার নির্বাচনের পরই চার কেন্দ্রের উপনির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়বে প্রদেশ বিজেপি। এবং দেবে প্রার্থী ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *