ডেস্ক রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি।।
        আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্র করে প্রদ্যোত
কিশোরের চাপের রাজনীতি শুরু। বিজেপিকে চাপে রাখতে প্রদ্যোত শুক্রবার বৈঠক করলেন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। রাতে প্রদ্যোত কিশোর রাজ অন্দরে তিপ্রামথার নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রদ্যুৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন।


প্রদ্যোত সোশ্যাল মিডিয়ায় লিখেন, “আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দায়বদ্ধ!  কোনো কিছুই অসম্ভব নয়। যদি আমরা আমাদের কথা স্পষ্ট ভাবে বলতে পারি। আগের ঢংয়েই প্রদ্যুৎ দাবি করেন, সাংবিধানিক সমাধান ইস্যুতে লিখিতভাবে প্রতিশ্রুতি না পেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে না তিপ্রামথা।


তার জন্য মরতে হলেও প্রস্তুত প্রদ্যুৎ। এবং নেতৃত্ব দেবেন সামনে থেকেই।প্রদ্যোত বলেন,  যারা তাকে পছন্দ করে না তারাও দেখবে সে কিভাবে সামনে থেকে নেতৃত্ব দেন।” প্রদ্যোত কিশোরের এই ভুলভুলাইয়া রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল রাজ্যের মানুষ। বুঝতে পেরেছেন জনজাতি সম্প্রদায়ের লোকজনও। তারপরও রাজা বলে কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *