ডেস্ক রিপোর্টার, ৩১ জুলাই।।
আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ গ্রেফতার দুই জনজাতি যুবতি।তাদের নাম সানিয়া দেববর্মা (১৯) ও বর্ষা দেববর্মা(২২)।তাদের বাড়ি সিধাই থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে ৮ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুই যুবতির বিরুদ্ধেই এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়েছে পুলিশ। তদন্তকারী। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবতির রেলে করে বহি: রাজ্যে গাঁজা পাচার উদ্দেশ্যেই এসেছিল স্টেশনে। তবে এই ঘটনা নতুন নয়,। আগরতলা রেল স্টেশনে অস্ত্রপাচার করতে গিয়েও পুলিশের হাতে ধরা পড়েছিল জনজাতি যুবতিরা। এই সমস্ত তথ্য থেকে পরিষ্কার বর্তমান সময়ে অপরাধের কাল চক্রের চক্রব্যূহে প্রবেশ করছে জনজাতি মেয়েরা। এটা নিঃসন্দেহে আতঙ্কের বিষয়।

