তেলিয়ামুড়া ডেস্ক,১৭ মার্চ।।
                 ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ। নাম চামিলি দেববর্মা( ২৯)। স্বামীর সৌমেন দেববর্মা।  বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মালিক বাজার এলাকায়। ঘটনা সোমবার সকালে।
                  জানা যায়,   বিগত কিছুদিন ধরেই চামিলি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরিবারের পক্ষ থেকে দেখানো হয় ওঝা।। প্রতিদিনই তাকে চোখে চোখে রাখেন স্বামী সহ পরিবারের লোকজন। তাদের আশঙ্কা চামিলি  কোন অঘটন ঘটিয়ে ফেলতে পারে।
      এদিন সকালে চামিলি স্বামী  কাছে পান খাওয়ার আবদার করে। সেই অনুযায়ী স্বামী সৌমেন স্ত্রীর আবদার মেটানোর জন্য দোকান থেকে পান আনতে যান। অসুস্থ স্ত্রীকে দেখাশোনার জন্য সৌমেন ঘরের মধ্যে একজন মহিলাকে দায়িত্ব দিয়ে যান। সৌমেন বাড়ির উঠান ত্যাগ করতেই চামিলি তার সন্তানকে দুধ খাওয়ানোর নাম করে মহিলাকে অন্য ঘরে পাঠিয়ে দেন। মুহূর্তেই ঘরের নির্জনতার সুযোগ নিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে যায় চামিলি।
             স্বামী সৌমেন দেববর্মা জানিয়েছেন তিনি পান নিয়ে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ ধাক্কা দিয়ে ঘরে ঢুকতেই দেখতে পান স্ত্রীর ঝুলন্ত দেহ সঙ্গে সঙ্গে তিনি চামিলিকে নিয়ে আসেন তেলিয়ামুড়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ চামিলি দেববর্মা মৃতদেহ তুলে দেয় তার পরিবারের হাতে।
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *