ডেস্ক রিপোর্টার,২৮মার্চ।।
রাজনীতির আগুনে তপ্ত মান্দাই সফর পড়েছেন বিজেপি’র রাজ্য কমিটির এক জাম্বু টিম। সোমবার বিজেপি’র জাম্বু টিমের প্রতিনিধিরা মান্দাইয়ে বিজেপি’র পুড়ে যাওয়া মন্ডল অফিস সহ আশপাশ এলাকা পরিদর্শন করেন। গোটা প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি’র সহসভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কিশোর বর্মন, পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।
মান্দাই ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “তিপ্রামথার নামধারী সিপিআইএম ক্যাডাররা বিজেপি’র মন্ডল অফিসে হামলা সহ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের মূর্তি পুড়িয়ে দিয়েছে। এই কাজ তিপ্রামথার আদর্শ নয়। এই দলে সিপিআইএম কর্মীরা বেনোজলের মত প্রবেশ করেছে। তারাই হামলা সংঘটিত করেছে।”
তথ্যমন্ত্রী বামেদের কটাক্ষ করে বলেন, ” কমিউনিস্টরা বরাবর ঘোলা জলে মাছ ধরতে উস্তাদ। এবারও তাই করার চেষ্টা করছে। তারা বুঝে গেছে তারা পাহাড়ে শূন্য।সমতলেও শূন্য হবে।এই কারণে রাজ্যের পরিস্থিতিকে অশান্ত করতে মথার নাম দিয়ে ঝামেলা শুরু করেছে।মান্দাইয়ে ঘটনা একটা দৃষ্টান্ত।”
রাজ্যের তথ্যমন্ত্রী সরাসরি বুঝিয়ে দিয়েছেন, গোটা ঘটনার পেছনে বামেদের হাত রয়েছে।তারা নামাবলী পাল্টে হামলা-হুজুতি শুরু করেছে।তিনি প্রকারন্তে মথার প্রধান প্রদ্যুত কিশোরকে সতর্ক করে বলেন, বামেদের এই নোংরা খেলার প্রতি নজর রাখতে।
এদিন রাজ্য বিজেপি’র প্রতিনিধি দল মান্দাইয়ে গিয়ে এসডিপও ও থানার ওসির সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেন।পুলিশকে স্বাধীন ভাবে কাজ করার বার্তা দেন প্রতিনিধি দলের সদস্যরা। সর্বশেষ খবর অনুযায়ী, মান্দাই কাণ্ডে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।বাকিদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ।খুব শীঘ্রই তাদেরকেও জালে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *