উদয়পুর ডেস্ক,১৩মার্চ।।
উদয়পুরের সাহিত্যের ইতিহাসে এক নতুন পালক যুক্ত করলো উদয়পুরের বিশিষ্ট প্রকাশনা সংস্থা জ্ঞান বীক্ষণ প্রকাশনী। রবিবার এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্ঞান বীক্ষণ প্রকাশনীর ২৫ টি বইয়ের আবরণ মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে।আগরতলায় এ ধরণের অনুষ্ঠান প্রায়ই হয়ে থাকে কিন্তু উদয়পুর তথা গোমতী জেলায় এ ধরনের অনুষ্ঠান এই প্রথম।উল্লেখ যোগ্য বই গুলির মধ্যে লেখক প্রীতম ভট্টাচার্য’র উপন্যাস “তুমি মানে আমি”, লেখিকা মাধুরী লোধের উপন্যাস “ মানদার বাড়ি” কবি অনামিকা লস্করের কবিতার বই “ শূন্যের স্বরলিপি” লেখক সৈকত মজুমদারের গল্পগ্রন্থ “ তারে ভোলা যায় না ইত্যাদি। এই মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা সভাপতি স্বপন অধিকারী, অবসর প্রাপ্ত শিক্ষক ও বরিষ্ঠ সাংবাদিক শ্রী স্বপন ভট্টাচার্য,বিশিষ্ট কবি শ্রী হরি নারায়ণ সেনগুপ্ত,বিশিষ্ট কবি দেবাশিস চক্রবর্তী, বিশিষ্ট লেখক সুজিত ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রকাশনীর পক্ষ থেকে স্বাগত ভাষণ রাখেন প্রীতম ভট্টাচার্য । জ্ঞান বীক্ষণ সম্মাননা প্রদান করা হয় মাধুরী লোধ, অনামিকা লস্কর এবং প্রণব সরকারকে । প্রিয়তোষ ভট্টাচার্য স্মৃতি সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট লোক সাহিত্য গবেষক শিবুরঞ্জন পাটারিকে। অতিথিদের বক্তব্যে বই তথা সাহিত্যের প্রয়োজনীয়তা বিষয়ে নানা কথা উঠে আসে।এদিন বিভিন্ন মহকুমা থেকে আগত কবি লেখকদের সমাগমে জমজমাট একটি অনুষ্ঠানের সাক্ষী রইল উদয়পুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *