তেলিয়ামুড়া ডেস্ক,১৬ ডিসেম্বর।।
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি হয় তেলিয়ামুড়ার দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামের ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস গৃহে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়া পুরপরিষদের পুর পিতা রূপক সরকার, সহ-পুরাপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নন্দন রায় সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। তেলিয়ামুড়া এলাকার বারটি স্কুলকে ক্রিকেট খেলার সামগ্রী মহকুমার ক্রিকেট সংস্থা।রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় সহ আমন্ত্রিত অতিথিরা ক্রিকেট খেলার সামগ্রী বিভিন্ন স্কুলের শিক্ষকের হাতে তুলে দেন।
বিধায়িকা তথা কল্যাণী রায় বলেন, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের এই উদ্যোগ প্রশংসনীয়। তাঁর বক্তব্য, “কোভিড পরিস্থিতিতে খেলোয়াড়রা তাদের খেলা প্রদর্শন কিংবা শরীর চর্চা করতে পারেনি। যেসকল গরিব ছাত্রছাত্রীরা খেলাধুলা সরঞ্জাম না পেয়ে খেলাধুলা করতে পারেনি,এমনকি শরীরচর্চাও করতে পারেনি, সংশ্লিষ্ট ক্রীড়া সামগ্রী গুলি পেয়ে তারা অবশ্যই উপকৃত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *