ডেস্ক রিপোর্টার, ২২আগষ্ট।।
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন কেন্দ্র করে তপ্ত হয়ে উঠছে রাজ্যের পাহাড় রাজনীতি। মঙ্গলবার বড়সড় চমক দিতে চলছে এডিসির শাসক দল ত্রিপুরা মাথা। প্রদ্যুৎ কিশোর আঘাত করতে চলছে বিজেপির গর্ভগৃহে। তিপ্রামথার বর্ষীয়ান নেতা তথা এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা জানিয়েছেন,মঙ্গলবার ধলাই জেলার ছাওমনুর মানিকপুরে অনুষ্ঠিত হবে তিপ্রামথার জনসভা। এই সভাতেই মথাতে যোগ দিতে পারেন এডিসির বিরোধী দলনেতা তথা বিজেপির এমডিসি হংস ত্রিপুরা। সঙ্গে তাঁর অনুগামীরা।
জগদীশ দেববর্মা “জনতার মশাল”কে জানিয়েছেন, হংস ত্রিপুরা তিপ্রামথার আন্দোলনকে সমর্থন করেছেন। এই কারণেই তিপ্রাসাদের স্বার্থে বিজেপি ছেড়ে মথাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন হংস ত্রিপুরার সঙ্গে বিজেপির অন্য কোনো এমডিসি তিপ্রামথাতে যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন এডিসির চেয়ারম্যান।
খবর অনুযায়ী, হংস ত্রিপুরার তিপ্রামথাতে যোগদানের বার্তা সম্পর্কে অবগত বিজেপি শিবির।খবর পৌঁছে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডা: মানিক সাহার কাছে। তিপ্রামথাতে হংস ত্রিপুরার যোগদান প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি তথা সংসদ রেবতী ত্রিপুরা “জনতার মশাল”কে জানিয়েছেন, “তিনি এই সংক্রান্ত খবর শুনেছেন। কিন্তু কতটা বাস্তব তা জানেন না।”
এডিসির বিরোধী দলনেতা হংস ত্রিপুরা খোদ “জনতার মশাল”কে এই সংক্রান্ত বিষয়ে বলেন, “তিপ্রামথাতে তার যোগদান এখনো চূড়ান্ত হয়নি।সোমবার রাত বারোটা পর্যন্ত চলবে বৈঠক।এই বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
রাজনৈতিকরা বলছেন, তিপ্রামথার নেতৃত্বের কথা অনুযায়ী, হংস ত্রিপুরা যদি প্রদ্যুৎ কিশোরের শিবিরে গা ভাসিয়ে দেন, এটা অবশ্যই পাহাড় রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। ধাক্কা লাগবে পদ্ম শিবিরে। ভিলেজে ভোটের প্রাক লগ্নে পাহাড়ে বিজেপি বিরোধী হাওয়ার গতি আরো বাড়িয়ে দিতে পারবে মথা। তবে বিজেপিও ছেড়ে কথা বলবে না। পাল্টা চাল দেবে গেরুয়া শিবির।তারাও প্রদ্যুতের এমডিসিদের ভাঙ্গানোর চেষ্টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এই মুহূর্তে এডিসির শাসক ও বিরোধী দুই রাজনৈতিক দলই ভিলেজ ভোট কেন্দ্র করে মত্ত হয়ে উঠেছে ভাঙ্গা গড়ার খেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *