তেলিয়ামুড়া ডেস্ক,৯ডিসেম্বর।।
দেশ স্বাধীন হওয়ার ৭৪ বছর অতিক্রান্ত হলেও রাজ্যের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী মানুষের পানীয় জলের সমস্যা রয়ে গেলো তিমিরেই। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে থাকা জনজাতিদের এখনো ছড়া থেকেই জল সংগ্রহ করে জলতেষ্টা মিটাতে হয়। রাজ্যের পাহাড়ি অঞ্চলের এই দৃশ্য চলে আসছে যুগযুগ ধরে।
তেলিয়ামুড়া আর ডি ব্লকের সুর্দু করকরি এডিসি ভিলেজের অন্তর্গত কেরলেং গ্রাম। তেলিয়ামুড়া শহর থেকে দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।এই গ্রামে প্রায় ২০/২৫ জনজাতি পরিবারের বসবাস।গোটা কেরলেং গ্রামেই পাথরের সংখ্যা অধিক।তাই জলের স্থায়ী উৎস তৈরি করতে পারছে না প্রশাসন।এমনটাই দাবি তেলিয়ামুড়া ব্লক কর্তৃপক্ষের। গ্রামবাসীদের অভিযোগ, বর্তমান এডিসি প্রশাসন ও তেলিয়ামুড়া প্রশাসনের বদান্যতায় কেরলেংবাসীরা আজও ভুগছে পানীয় জলের সমস্যায়। গ্রামবাসীদের বক্তব্য, বাম জামানার পঁচিশটি বছর নেতারা বেলেল্লাপনার জন্য গিরিবাসীদের কপালে জুটেছিল উন্নয়নের “লুটা কম্বল।” এখন রাজ্যের ক্ষমতায় বিজেপি।আর পাহাড়ে জনজাতি দরদি প্রদ্যুত কিশোরের তিপ্রামথা। তারপরও কেরলেংবাসীদের ভাগ্যে জুটে নি উন্নয়নের “স্পট লাইট”। গ্রামের রমণীরা রোজ গিরি পথের বুক চিরে দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করে থাকে।গ্রামবাসীদের দাবি, পাইপ যুগে এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করুক এডিসি প্রশাসন এবং তেলিয়ামুড়া ব্লক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *