ডেস্ক রিপোর্টার,৪নভেম্বর।।
রাজ্যবাসীকে দীপাবলির উপহার। হ্রাস পেল পেট্রোল ও ডিজেলের দাম।পেট্রোল প্রতি লিটারে ১২টাকা ও ডিজেল প্রতি লিটারে ১৭টাকা।এর ফলে বৃহস্পতিবার থেকে রাজ্যে পেট্রোলের দাম ৯৮ টাকা৩৩ পয়সা।এবং ডিজেলের দাম ৮৫ টাকা ৬৫পয়সা।বুধবার রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় জ্বালানির দামের পতনের বিষয়টি জানিয়েছিলেন।
বিগত কিছুদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিক ভাবে।এই নিয়ে সরব হয়েছিলো দেশের বিভিন্ন রাজনৈতিক দল।শেষ পর্যন্ত দীপাবলির আগেরদিন কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়।কেন্দ্র পেট্রোলে প্রতি লিটারে আবগারি শুল্ক হ্রাস করে পাঁচ টাকা।এবং ডিজেলে আবগারি শুল্ক হ্রাস করে ১০টাকা। কেন্দ্রের সিদ্ধান্তকে অনুসরণ করে রাজ্যও পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক হ্রাস করে।রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক হ্রাস করেছে ৭টাকা করে। বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক কমানোর ফলে রাজ্য সরকারের প্রচুর টাকা ক্ষতি হবে।তবে দীপাবলি উৎসব ও ভোটের মুখে জ্বালানির দাম হ্রাস পাওয়াতে স্বস্তি ফিরে এসেছে আমজনতার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *