ডেস্ক রিপোর্টার, ২২সেপ্টেম্বর।।
                প্রত্যাশিত ভাবে রাজ্যসভার একটি আসনে অনুষ্ঠিত উপভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। নির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী ভানু লাল সাহাকে ২৮ভোটের ব্যবধানে পরাজিত করেন। রাজ্য বিধানসভার ৬০টি ভোটের মধ্যে ৫৮টি ভোট কাস্টিং হয়েছে। কাস্টিং ভোটের মধ্যে ৪৩টি পেয়েছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।এবং বাম প্রার্থী ভানু লাল সাহা পেয়েছেন ১৫টি ভোট। কংগ্রেস রাজ্যসভার ভোট দানে বিরত ছিলেন। অর্থাৎ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ভোট দেন নি।একই ভাবে বিধায়ক পদ খারিজ হওয়ার দৌড় গোড়ায় থাকা বৃষকেতু দেববর্মা আসেন নি ভোট দিতে। স্বাভাবিক নিয়মেই দুইটি ভোট কম কাস্টিং হয়।এবার অবশ্যই ক্রশ ভোটিং হয় নি। বিজেপি – আইপিএফটি জোটের ৪৪টি ভোটের মধ্যে ৪৩টি ভোট পেয়ে বিপ্লব কুমার দেব হয়ে যান রাজ্য সভার সাংসদ। প্রসঙ্গত, রাজ্যসভার এই আসনে আগের ভোটে ক্রশ ভোটিং হয়েছিল। বিজেপি শিবিরের দুইটি ভোট চলে গিয়েছিল বাম শিবিরে। তাই এবার এই বিষয়টির উপর লক্ষ্য রাখছিল দলীয় নেতৃত্ব। তবে অবশ্যই এবার এমনটা হয়নি। এদিন ভোটের ফলাফল ঘোষনার পর সংবর্ধনার বন্যায় ভেসে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী ডা: মনিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ দলের অন্যান্য নেতৃত্ব।
                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *