ডেস্ক রিপোর্টার,১২ এপ্রিল।।
   ভোটের মুখে উত্তর জেলায় ফের বাম – কংগ্রেসে ধস।  জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে বাম -সিপিএম  ছেড়ে ৭৫৪ জন ভোটার বিজেপিতে। শুক্রবার বিকালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাগবাসা মণ্ডলের উদ্যগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কামেশ্বর বাজার সংলগ্ন মাঠে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য, এলাকার বিধায়ক যাদব লাল দেবনাথ, দলের উত্তর জেলা সভাপতি কাজল দাস, মণ্ডল সভাপতি সুদীপ দেব প্রমুখ।
     এদিন বিজেপি দলে যোগদানকারীরা দীর্ঘ দিন ধরে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে ছিলেন।গোটা দেশে বিজেপি উন্নয়ন দেখেই ভাপাতে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছে বলে জানিয়েছেন তারা।
     স্থানীয়  বিধায়ক যাদব লাল দেবনাথের হাত ধরে বিরোধী দল ত্যাগ করে তারা বিজেপিতে সামিল হয়েছেন।


এদিন এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেস এবং সিপিএম-র বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন। এবং তাদের তীব্র সমালোচনা করেন। প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ চারশ আসন পাবে। এবং তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।
     অনুষ্ঠিত  যোগদান সভায় পূর্ব ত্রিপুরা   লোকসভা আসনের প্রার্থী  কৃতি দেবী দেববর্মণকে বিপুল ভোট জয়যুক্ত কারার সংকল্প নিয়েছেন বিজেপির উপস্থিত  নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *