ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
           বাগমা বিধানসভা  কেন্দ্রে বড় ধাক্কা খেল বিজেপি। একসঙ্গে দলের চার বুথ সভাপতি পদত্যাগ করলেন।তাতে অবশ্যই চাপ বাড়বে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রাম পদ জমাতিয়ার। রবিবার চার বুথ সভাপতি বিধায়ক রামপদ জমাতিয়া ও গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরায়ের কাছে তাদের পদত্যগ পত্র তুলে দেন। চার বুথ সভাপতিই তাদের পদত্যাগ পত্রে লিখেছেন, পারিবারিক কারণে তাঁরা দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।একজন সাধারণ কর্মী হিসাবে তারা দলে কাজ করবেন।
               কিন্তু একদিনে ধারাবাহিক ভাবে চার বুথ সভাপতির পদত্যাগ গোমতী জেলার বিজেপির রাজনীতির জন্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ।এর প্রভাব পড়বে বাগমা বিধানসভার বিজেপির নেতা কর্মীদের মধ্যে। পদত্যাগকারী বুথ সভাপতিরা হলেন, সুজন সূত্রধর (৪নম্বর বুথ),খোকন পাল(১৭নম্বর বুথ),সুশীল পাল(১৮ নম্বর বুথ) ও প্রদীপ সরকার(১৯নম্বর বুথ)। খবর অনুযায়ী, বিজেপি থেকে পদত্যাগ করা এই চার বুথ সভাপতি খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দেবেন।তারা মূলত সুদীপ রায় বর্মণের অনুগামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *