ডেস্ক রিপোর্টার, ৫অক্টোবর।
       ” ঢাকের আওয়াজ এখনও বাজে,
           দুই কানে সারাক্ষন,
       বিদায় বেলায় আজকে মা’গো ,
         বিষাদে ভরে মন।
          মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায়,
         মাটি রাঙিয়ে যাবে,
       আসছে বছর আবার মা’গো,
          সবাই তোমার দেখা পাবে।” …..
                         আজ বিজয়া দশমী। মায়ের বিদায় পর্ব। বুধবার বিকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নেমে আসবে বিষাদের ছায়া। শুরু হবে বিসর্জন পর্ব।তার জন্য প্রস্তুত রাজধানীর দশমী ঘাট। আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে আরক্ষা প্রশাসন।


রাজধানীর কিছু কিছু ক্লাব এবং বনেদি বাড়ীর মূর্তি বিসর্জন হবে এদিন।তবে শহরের বড় বড় ক্লাবগুলির অধিকাংশই মূর্তি বিসর্জন হবে লক্ষী পূজার আগের দিন। এবার চাদিনের দূর্গা উৎসবে ভিলেন ছিলো বৃষ্টি।টানা বৃষ্টি পুজোর আমেজ নষ্ট করে দিয়েছে।


বৃষ্টির জন্য রাজধানীর রাজপথে জল জমে যাওয়াতে মানুষের পক্ষে মণ্ডপে মণ্ডপে হয়ে পুজো দেখা অসম্ভব হয়ে উঠে। তারপর একাংশ দর্শনার্থী বৃষ্টিকে উপেক্ষা করেও মায়ের দর্শন করেছেন।


দশমীর সকাল থেকে রাজধানী সহ জেলা ও মহকুমাগুলিতে বাজারে বাজারে ছিলো ভিড়।একাই অবস্থা মিষ্টির দোকান গুলিতে।মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলার মত্ত হয়ে উঠে মেয়েরা।সব মিলিয়ে মায়ের বিদায় পর্বের আগে মণ্ডপে মণ্ডপে দিন ভর চলছে শেষ তুলির টান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *