ডেস্ক রিপোর্ট,৯আগস্ট:
” বাংলার তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে বহুবার এসেছেন।রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বহু প্রতিশ্রুতি দিয়েছেন।কিন্তু সবটাই ছিলো ফাক-আওয়াজ।” বললেন বিজেপি’র বিধায়ক সুশান্ত চৌধুরী।সোমবার প্রদেশ বিজেপি’র সদর কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তিনি একথা বলেন।
বিধায়ক সুশান্ত চৌধুরী এক সময় কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃনমূল কংগ্রেসে।পরবর্তী সময়ে তিনি দল পাল্টে গিয়েছিলেন বিজেপি শিবিরে।সুশান্ত তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন,এক সময় রাজ্য রাজনীতিতে বিধানসভার ভিতরে ও বাইরে ঝড় তুলেছিলো তৃনমূল কংগ্রেস।কিন্তু বঙ্গ নেতাদের অবহেলা, অবজ্ঞায় তৃনমূল ভেঙে পড়ে।
বিধায়ক সুশান্ত চৌধুরীর বক্তব্য, এখন তৃনমূল কংগ্রেস রাজ্যের মানুষকে আবার মিথ্যা স্বপ্ন দেখতে শুরু করেছে।২৩-এ ক্ষমতায় আসবে তৃনমূল।এই প্রচারের জন্য তৃনমূল কংগ্রেস পাঠিয়েছে সারদা কেলেঙ্কারির নায়ক কুনাল ঘোষকে।অন্তত ত্রিপুরাতে কখনো এই স্বপ্ন সফল হবে না বলে মনে করছে সুশান্ত।সুশান্ত দাবি করন, রাজ্যের মানুষ বিজেপির পাশে আছে।মুখ্যমন্ত্রীর বিশ্বাস আছে মানুষের।ব্যাস,ভাল।কিন্তু প্রশ্ন হচ্ছে, “শেষ বছরেই মজলিশপুরের এই বিধায়ক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন বিপ্লব দেবের জামানায় এই রাজ্যের রিকশাওয়ালা থেকে মৎস্যজীবী কেউ-ই ভালো নেই।” অর্থাৎ আজকের দিনে বিধায়কের ভোল বদল হয়েছে বলেই মনে করছে বিজেপি’র কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *