ডেস্ক রিপোর্টার,৩১আগস্ট।।
প্রত্যাশিত ভাবেই রাজ্য মন্ত্রিসভার নতুন তিন সদস্য শপথ গ্রহণ করেছেন।মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য্য তিন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। সূর্যমনি নগরের বিধায়ক রাম প্রসাদ পাল, পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস ও মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই তিন নতুন সদস্য ধারাবাহিক ভাবে শপথ বাক্য পাঠ করেন। তবে এদিন তাদের কোনো দায়িত্ব বন্টন করা হয়নি।আগামী দুয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার তিন সদস্যকে তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
সোমবার রাজ্য বিজেপি’র সদর দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্ব সহ সমস্ত বিধায়কদের বৈঠকের পরই মন্ত্রিসভার তিন নতুন সদস্যের নাম ঘোষণা করা হয়। এবং ঘোষণা দেওয়া হয় শপথের দিনক্ষণ ও সময়। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই সেজে উঠে রাজভবন। প্রথা অনুযায়ী জাতীয় সঙ্গীতের মাধ্যমে তিন মন্ত্রীর শপথ গ্রহণ পর্ব শুরু হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।এবং দলের বিধায়করাও উপস্থিত ছিলেন।
প্রথমে শপথ বাক্য পাঠ করেন সূর্যমনি নগরের বিধায়ক রাম প্রসাদ পাল,তারপর পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস ও মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী ।শপথ বাক্য অনুষ্ঠান শেষে মন্ত্রিসভার নতুন তিন সদস্যই বলেছেন তারা রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধ।মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত অংশের মানুষকে নিয়ে তারা কাজ করবেন।
মন্ত্রিসভার নতুন তিন সদস্য বলেন,” আগামী বিধান সভা নির্বাচনে ফের রাজ্যে বিজেপি সরকার গঠন করবে।অন্য কোনো দল রাজ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে না।বিজেপি’র প্রতিই মানুষের আস্থা। শপথ গ্রহণের পর মন্ত্রিসভার নতুন তিন সদস্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে রাজভবনেই পৃথক ভাবে সাক্ষাৎ করেন। মন্ত্রিসভার নতুন সদস্য ভগবান দাস মুখ্যমন্ত্রীর পা ছুয়ে নমস্কার করেন। অন্য দুই সদস্য রাম প্রসাদ পাল ও সুশান্ত চৌধুরী হাত জোড় করেই মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *