ডেস্ক রিপোর্টার,২২নভেম্বর।।
ফের দেশের রাজধানী দিল্লিতে “আন্দোলনের মুখ ত্রিপুরা”। রাজ্যের সন্ত্রাস ইস্যুতে দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদরা সোমবার এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে সময় চেয়েছিলেন। তৃণমূল সাংসদদের অভিযোগ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেন নি।এরপর ঘাসফুলের সাংসদরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের সামনেই ধর্ণায় বসে। নর্থ ব্লকের ধর্ণা মঞ্চ থেকে বিজেপি শাসিত ত্রিপুরার সন্ত্রাস নিয়ে আওয়াজ তুলেন টিএমসির সাংসদরা।এদিন বিকাল চারটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকের সময় দেন তৃণমূল সাংসদদের। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন ত্রিপুরাতে আর সন্ত্রাস হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *