ডেস্ক রিপোর্টার,৪ জানুয়ারি।।
রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি আগরতলা বিমান বন্দরের টার্মিনাল ভবন সহ মিশন বিদ্যাজ্যোতি প্রকল্প ও মুখ্যমন্ত্রী গ্রামীণ সমৃদ্ধি যোজনার উদ্বোধন করেন তিনি।কিন্তু প্রধানমন্ত্রীর মঙ্গলবারের রাজ্য সফরে রাজধানী ছিলো জনপ্লাবন।এমবিবি বিমান বন্দর থেকে শহরের স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে আসে প্রধানমন্ত্রীর কনভয়। প্রধানমন্ত্রীর কনভয় এয়ারপোর্ট থেকে স্বামী বিবেকান্দন আসর পথে ভিআইপি রোডের দুই পাশ ধরেই ব্যারিকেডের দুই দিকে ছিলো প্রচুর মানুষ। আম জনতা প্রধানমন্ত্রীকে দেখার জন্য মুখিয়ে ছিলো।নরেন্দ্র মোদীর এই সফরে মানুষের জন ঢল থেকেই প্রমাণিত হয় রাজ্যে এখনো বিন্দু মাত্র জনপ্রিয়তা কমে নি।২০১৮-সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে উচ্চতায় ছিলো, আজও একই অবস্থায় আছে।অর্থাৎ রাজ্যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এখনো গগনচুম্বী। মঙ্গলবারের চিত্র দেখে এটাই প্রকট হচ্ছে জনমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *