ডেস্ক রিপোর্টার,২৪ এপ্রিল।।
                     দরজা খোললেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট।  ভোটের মেজাজে মাতোয়ারা গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন। তারমধ্যেই ঘটে গেলো ছন্দ পতন। ভোট বয়কটের ডাক দিলো পানিসাগর মহকুমার দাম ছড়া ব্লকের অন্তর্গত থুমছড়াই পাড়া এডিসি ভিলেজের শেরচন্দ্রপাড়ার ভোটাররা। কেন?


ভোটারদের দাবি, শেরচন্দ্রপাড়াতে বরাবর পানীয় জলের তীব্র সঙ্কট। জলের নেই কোনো স্থায়ী উৎস। মাটির কুয়ো ও ছড়ার তাদের ভরসা। রাস্তা ঘাটের অবস্থা আরোও করুন। গ্রামে চলাচলের জন্য ভালো রাস্তা নেই। জল ও রাস্তা গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবি। কিন্তু রাজ্য সরকার বা এডিসি প্রশাসন কেউই তাদের দাবিকে মান্যতা দেয় নি। ভোটের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু ভোট শেষ হলেই তারা ভুলে যায় দেওয়া প্রতিশ্রুতি গুলি।শেরচন্দ্রপাড়ায় ৩২০ টি পরিবারের  বসবাস। তারা সবাই রিয়াং সম্প্রদায়ের। গ্রামের ভোটার সংখ্যাও ৩২০টি।
       


দামছড়া ব্লক থেকে শেরচন্দ্রপাড়ার  দূরত্ব ১৫ কিলোমিটার। প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠা গ্রামটি বরাবর বঞ্চিত। দীর্ঘ বাম শাসনেও গ্রামের  জল ও রাস্তার অবস্থা ছিলো একই।বিজেপি ক্ষমতায় আসার পরও শেরচন্দ্রপাড়ার অবস্থার কোনো পরিবর্তন হয় নি। মাটির কুয়ো, ছড়া ও ঝর্নার জল দিয়েই গ্রামের লোকজন তেষ্টা মেটায়। তাই গ্রামবাসীরা দল মত নির্বিশেষে সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৬ এপ্রিল ভোট না দেওয়ায়। খবর অনুযায়ী, শেরচন্দ্রপাড়ার মানুষ ভোট বয়কটের ডাক দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও রকমের সাড়া শব্দ নেই।
         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *