ডেস্ক রিপোর্টার:১২সেপ্টেম্বর।।
২৫ বছর আগে ১৯৯৬-র ১২ সেপ্টেম্বর
সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলটি উত্থাপন করেছিলেন দেশের নারী আন্দোলনের অগ্রণী নেত্রী প্রয়াত সিপিআই সাংসদ গীতা মুখার্জী | এই দিনটি স্মরণ করে রাখতে রবিবার ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW) সদর বিভাগীয় পরিষদ দিনটি পালন করে যথাযথ মর্যাদার সাথে | মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হয় প্রয়াত নারী নেত্রী গীতা মুখার্জীর প্রতিকৃতিতে | একই সাথে সংসদে অবিলম্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলটি দ্রুত পাশের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিকট গণস্বাক্ষর অভিযান কর্মসূচি সূচনা করা হয় | কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনএফআইডব্লুও সদর বিভাগীয় আহ্বায়িকা তুলসী দাস কপালি, সুস্মিতা নন্দী, বনশ্রী দেব্বর্মা, জয়ন্তী সরকার, মিনতি ব্যানার্জী সহ সংগঠনের সদস্যরা | উল্লেখ্য সারা দেশে ভারতের জাতীয় মহিলা ফেডারেশন ৩৩% মহিলা সংরক্ষণ বিলটি পাশের দাবিতে প্রধানমন্ত্রীর নিকটন গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করেছে | এক মাস ব্যাপী চলবে এই গণস্বাক্ষর কর্মসূচি অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *