সাব্রুম ডেস্ক, ২১এপ্রিল।।
সাব্রুম রেল স্টেশনকে ঢেলে সাজানোর জন্য এক গুচ্ছ সিদ্ধান্ত হাতে নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রাজ্য সফরে আসা কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পালিত জানবি একথা জানিয়েছেন। বুধবার রাজ্যে এসে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব সাব্রুম রেল স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন।
সাব্রুম স্টেশন থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী।সাব্রুম স্টেশনেই খোলা হবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম, থাকবে পার্সেল রিসিভ এবং ডেসপাস করার সু বন্দোবস্ত।সাব্রুম স্টেশনে করা হবে পার্কিং জোন এবং অত্যাধুনিক মানের ক্যান্টিনের ব্যবস্থা।
আগামী দিনে সাব্রুম রেল স্টেশন দেশের অর্থনৈতিক বিকাশে বিশেষ ছাপ রাখবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব জানবি।এদিন সাব্রুম সফরকালে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মৈত্রী সেতু এবং লজিস্টিক হাবের জায়গা পরিদর্শন করেন। এরপর সাব্রুম স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *