ডেস্ক রিপোর্টার, ২৯ মে।।
গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হলো “বিকশিত কৃষি সংকল্প অভিযান”। বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বিশ্রামগঞ্জের শচীন দেববর্মণ হলে এই অভিযানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী।২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত চলবে এই অভিযান।
দেশের কৃষকদের আয় বৃদ্ধি এবং প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য স্বনির্ভরতাকে দীর্ঘস্থায়ি করার জন্য কেন্দ্রীয় সরকার ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ চালু করেছে।এই অভিযানে কৃষকদের সরাসরি বিভিন্ন নতুন চাষ প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হবে। একই সাথে কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনী চাষ পদ্ধতির ডকুমেন্টেশনও করা হবে।
এদিন “বিকশিত কৃষি সংকল্প অভিযান”-র সূচনা মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
#Tripura # Bikashita# Krishi #Sangkalpo#Abhijan#Agriculture#JM

