তেলিয়ামুড়া ডেস্ক,২৮মার্চ।।
বসন্তকালের এক পশলা বৃষ্টিতে কৃষককূল উপকৃত। এই সময়ে কৃষকরা বুরো ধানের পাশাপাশি বসন্তকালীন সব্জির চাষাবাদ করে থাকে। সেইমতো কৃষকরা চাষাবাদও করেছিল। কিন্তু বিগত দু’এক দিনের চৈত্রের প্রখর রোদ্র তাপে কৃষিজ মাঠ ফেঁটে চৌচির হয়ে গিয়েছিল পর্যাপ্ত পরিমাণে জলের অভাবে। কৃষকরা আকাশ পানে তাকিয়ে ছিল চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায়। অবশেষে রবিবার এক পশলা বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটলো। সোমবার তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীনে কালাংশিমুড়া, গোলাবাড়ি সহ একাধিক কৃষিপ্রধান এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল কৃষকরা মাঠে কাজ করছে স্বতঃস্ফূর্ততার সহিত।
এব্যাপারে জনৈক কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়,, দুএকদিনের এক পশলা বৃষ্টিতে কৃষিকাজে তাদের উপকার হবে। এতদিন পাম্প মেশিন, সহ মোটরের মাধ্যমে কৃষি জমিতে জল প্রদান করা হলেও সেগুলি পর্যাপ্ত ছিলো না। তবে এক পশলা বৃষ্টিতে কৃষিজ জমি উর্বর হয়ে উঠবে বলে জানিয়েছেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *